Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী আর নাই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী আর নাই

ফাইল ছবি

মহান মুক্তিযুদ্ধে শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নাই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কন্যা শাওন মাহমুদ।

মৃত্যুকালে সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদসহ অসংখ্যা স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শাওন মাহমুদ জানান, সোমবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি অপারেশন হয়েছে। সফল অপারেশন শেষে তিনি বাসাতেই ছিলেন। গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিল। গতকালও হয়। এরপর তো তিনি চলেই গেলে।

সারা আরা মাহমুদ সারাজীবন চাকুরি করেছেন। সর্বশেষ শিল্পকলা একাডেমির পরিচালক পদ থেকে অবসরে যান। তার স্বামী আলতাফ মাহমুদ যিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer