Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

চলতে-ফিরতে

ভালবাসার ভালবাসি

ফজলুল বারী বাবু, সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক

প্রকাশিত: ২০:১০, ১৫ জুলাই ২০২১

আপডেট: ২০:১৪, ১৫ জুলাই ২০২১

প্রিন্ট:

ভালবাসার ভালবাসি

-লেখক

এক. 
‘ভালবাসা’ শব্দটি পৃথিবীর মিষ্টিতম শব্দ ‘মা’ এর পরেই মিষ্টিতে ভরপুর। কিন্তু এই শব্দটি যখন ‘ভালবাসি’তে রূপান্তরিত হয় তখন এর মৌখিক প্রয়োগ খুব কম মানুষের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়ায় শুধুমাত্র এক ধরনের সংকোচের কারনে। যেমন পিতা সে তার পুত্রকন্যাকে প্রচন্ড ভালবাসে অথচ এই পুত্রকন্যা যখন একটু বড় হয়ে যায় তাদেরকে খোলামেলাভাবে বলতে পারেনা, ‘আমি তোমাদের খুব ভালবাসি!’

অনুরূপভাবে একজন মা-ও এই একই অদ্ভুত সংকোচের কারণে অক্ষম হয়ে পরে সন্তানদের বলতে, ‘ভালবাসি’! এর পরিবর্তন শুধু বাবা, মায়ের ক্ষেত্রে ঘটেনা, সন্তান-সন্তটিও জীবন শেষ করে ফেলে মা কিংবা বাবাকে নিঃসংকোচে বলতে, ‘ভালবাসি’!

এই অতি সাধারণ একটি সংকোচ কত মানুষকে সরিয়ে দেয় আপনজনদের কাছ থেকে! ভুল বুঝতে সাহায্য করে অতি আপন জনকে! অথচ প্রত্যেকটি সম্পর্কের জায়গাটা এই ‘ভালবাসি’ শব্দটির মিষ্টি প্রয়োগে হতে পারে ‘বেলিফুলে’র সুগন্ধের মত ‘সুবাসিত’, ‘আকাশে’র নীলিমার মত ‘পরিছন্ন’, সাগরের নানা রঙের মত ‘রঙিন’, ‘কবিতা’র মাধুর্য্যের মত ‘অর্থবহ’, ‘সুরে’র ঝংকারের মত শ্রবণ ‘মধুর’!

অরু গানের এক গানের পাখী। খুব ছোটবেলায় অরুর পিতা তাই মেয়ের জন্য রেখে দেন গানের ওস্তাদ! প্রাইমারি স্কুলে এমন কোনো অনুষ্ঠান হতোনা যেখানে অরুর গান না থাকতো! হাইস্কুলে উঠবার পর যখন স্কুলে তার নামডাক হতে শুরু করলো, একদিন অরুর শ্রেণি শিক্ষক ক্লাস শেষে সবার সামনে রবীন্দ্র-নজরুল-জয়ন্তীতে কোরাস গাইবার জন্য লিখা তার তিনটি গান দিয়ে বললেন, ‘একটু সুর করবার চেষ্টা করে দেখো, তোমাকেই এবার গানের মূল দায়িত্বে থাকতে হবে!’


১৫ জুন ২০২১; ইলফোর্ড, লন্ডন

চলবে...

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer