পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের দক্ষিণের এই ক্যাফেটির কর্মীরা সবাই এইচআইভি পজিটিভ। জীবনের অনিশ্চয়তা তাঁদের দমিয়ে রাখতে পারেনি। স্বেচ্ছাসেবী সংগঠন `অফার` তাঁদের শিখিয়েছে জীবনে বেঁচে থাকার মন্ত্র। তাই হই হই করে ক্যাফে পজিটিভ-এর চতুর্থ জন্মদিন পালিত হল বৃহস্পতিবার। খবর আজকাল`র।
অফার-এর প্রাণপুরুষ বিশিষ্ট সমাজসেবী কল্লোল ঘোষের উদ্যোগে সমাজের মূলস্রোতে মিশে যাওয়ার সুযোগ পেয়েছেন তাঁরা। ক্যাফে পজিটিভ চার বছরেই হয়ে উঠেছে জনপ্রিয় আড্ডার ঠিকানা। তাই ক্যাফে পজিটিভের জন্মদিনে তাই নানা স্তরের মানুষ এসেছিলেন শুভেচ্ছা জানাতে।
কলকাতা শহরের মহানাগরিক ফিরহাদ হাকিম, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ দেবাশিস কুমার, কলকাতায় অবস্থিত আমেরিকান সেন্টারের কার্যনির্বাহী ডেপুটি ডিরেক্টর ম্যাথু বাইকফ, ও পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতি প্রেরণা জোগাল লড়াকু ছেলেমেয়েদের।