চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ান গোলাগুলি ও রকেট হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। যুদ্ধর শুরুর থেকে ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা নিজ দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তারা প্রতিনিয়ত নিজেদের জীবন বাজি রেখে গোলাগুলি মধ্যে পালিয়ে আশ্রয় নিচ্ছে আশেপাশের বিভিন্ন্য প্রতিবেশী দেশে। ইউক্রেনের সাধারন নাগরিকদের জনজীবন সম্পূর্ণ বিধ্বস্ত।
ইউক্রেনবাসীর রাগ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের ওপর। তবে রাশিয়ার নিরীহ জনগণের প্রতি তাদের রাগ বা বিদ্বেষ কোনটাই নেই। আর এই যুদ্ধ পরিস্থিতির মাঝেও এক মেলবন্ধনের বার্তা দিলেন দুই দেশের যুগল।
সার্গেই নোভিকভ রাশিয়ার নাগরিক, যিনি কর্ম সূত্রে থাকেন ইসরায়েলে। আর তার বান্ধবী ইউক্রেনের বাসিন্দা ইলোনা ব্রামোকা। দু’জনেই নিজেদের প্রেমকে পূর্ণতা দিলেন। তবে নিজেদের দেশে নয়। দুদেশের মধ্যে চলা যুদ্ধের কারণে এই বিয়ে ইউক্রেন বা রাশিয়ায় হয়নি। হয়েছে ভারতে। আর সেই বিয়ে ঘিরে ভারতের হিমাচলপ্রদেশে ধর্মশালাতে সাজ সাজ রব হয়। বিদেশি রীতিতে বিয়ে ও খাওয়া-দাওয়ার সঙ্গে চলে নাচ-গান। রীতি মেনে বিয়ে করে দুই দেশের নাগরিকদের বিশেষ বার্তা দিয়েছেন ইলোনা ও নোভিকভ।
বহুমাত্রিক.কম