Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

জুতার দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে যেভাবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ৬ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

জুতার দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে যেভাবে

শীত পড়ছে। মোজা দিয়ে জুতা পরাই এখন যথাযথ। কিন্তু, জুতা মোজা পরলেই অনেকেরই পায়ে গন্ধ হয়। লোকসমাজে জুতা খুলে গেলে, লজ্জার মাথা খেতে হয়। পায়ের গন্ধে পেটের ভাত বের হয়ে আসে।

অফিসে বসে পা ঘেমে গেলেও জুতা খুলতে পারেন না ভয়ে। এই সব পরিস্থিতির সামনাসামনি হয়ে খুবই অস্বস্তি পাচ্ছেন অথচ কাকে বলবেন, কী উপায়ে মুক্তি পাবেন, সেটাই বুঝে পাচ্ছেন না। একটু একটু করে তলানিতে গিয়ে ঠেকেছে আপনার আত্মবিশ্বাস।

চিন্তা করবেন না, সামান্য কিছু টোটকাতেই আপনার এই সমস্যার মুশকিল আসান হবে। 

জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।

পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজা পরে যান।

জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer