Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ৮ মে ২০২৩

প্রিন্ট:

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মারা যান বরেণ্য এই ঔপন্যাসিক। তার বয়স হয়েছিল ৮১ বছর।

খবরটি নিশ্চিত করেন সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার।

প্রয়াত এই লেখকের প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জিলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় আসেন। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের বাংলা (সাম্মানিক) স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ‘সাহিত্য আকাডেমি পুরস্কার’জয়ী এ সাহিত্যিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।

‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, ‘মেজরের অ্যাডভেঞ্চার’সহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার ছিলেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer