ফাইল ছবি
জার্মানির বার্লিনে বসবাসরত বাংলাদেশের কবি দাউদ হায়দারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত ১২ ডিসেম্বর থেকে তিনি বার্লিনের নয়েকোলন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ‘কৃত্রিম কোমায়’ আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসপাতালটির চিকিৎসক গুলিউও কাটালডেগিরমেন বলেন, এ মুহূর্তে দাউদ হায়দারের শারীরিক অবস্থা বেশ সংকটজনক। স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাঁকে দেখতে হাসপাতালে যান। চিকিৎসকরা জানান, দাউদ হায়দারকে ১২ ডিসেম্বর প্রথমে স্থানীয় রাইনিকেডর্ফ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে নয়েকোলন হাসপাতালে আনা হয়। সম্ভবত তিনি পড়ে গিয়েছিলেন; মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা সংকটজনক হওয়ায় কৃত্রিম কোমায় রাখা হয়েছে।
সাধারণত মারাত্মক দুর্ঘটনা বা কঠিন কোনো অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে রোগীকে অ্যানেসথেসিয়া দিয়ে কৃত্রিম কোমায় রাখেন। ৫০ বছর ধরে বিদেশে নির্বাসিত দাউদ হায়দার বার্লিনের একটি ফ্ল্যাটে একা থাকেন।