
ছবি- সংগৃহীত
চরনিকেতন কাব্যমঞ্চ আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা চরগড়গড়ির চরনিকেতনে তিনদিন ব্যাপী ‘চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব পালন করা হলো।
তিন দিনব্যাপী এই উৎসবে প্রতিবারের ন্যায় এবারও দেশ-বিদেশের শতাধিক কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকাশক, আবুত্তিকার ও সমাজকর্মীদের অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী অনুষ্ঠান, বাউল সঙ্গীত, দেশাত্মবোধক গান, নববর্ষ বক্তৃতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিকন্ঠে কবিতাপাঠ, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি উৎসবের শেষ দিনে এই উৎসবের প্রবর্তক কবি মজিদ মাহমুদের ৬০তম জন্মদিনে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জ্ঞাপন পর্ব উৎসবে আলাদা মাত্রা যোগ করে।
দেশবরেণ্যে কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ এর সভাপতিত্বে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বরেণ্য কবি শেখ রবিউল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, ভারত থেকে আগত কবি ও সাহিত্যিক অরূপ কুমার ভুঁইয়া, শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল।
প্রায় শতাধিক কবি সাহিত্যিক এবং আবৃত্তিকারদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের মধ্যে ঢাকা থেকে আগত শামসুদ্দিন হীরা, মাসুম আজিজুল বাশার, ফিরোজ শাহ, রুবিনা আজাদ, মেহেদী হাসান আকাশ, অচিন্ত্য চয়ন, আফতাব আহমেদ মাহবুব, মাকসুদা ইয়াসমিন, জাকির মোল্লা, আব্দুল কুদ্দুস, আনিসা জামান চাঁপা, লুৎফুন নাহার সোনিয়া, আবেদুর রহমান ফাহিম, মৃন্ময় চৌধুরী, ওয়াহিদুর রহমান শিপু, রুদ্র রোমিও। এছাড়া ঢাকার বাইরে থেকে এই উৎসবের বিভিন্ন পর্বে যোগ দিয়েছেন সিরাজুল ইসলাম, প্রফেসর আব্দুদ দাইন সরকার, ডঃ মোঃ আব্দুর রউফ, কথা হাসনাত, শামীমা সীমা, যাযাবর জিয়া, আলমগীর কবির হৃদয়, বঙ্গ রাখাল, দেওয়ান বাদল, নীলিমা নীল, সোনিয়া আক্তার, মরিয়ম বেলারুশি, জুবায়ের খান প্রিন্স, আদ্যনাথ ঘোষ, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, ডঃ মনসুর আলম, মোঃ মনজুরুল ইসলাম, আহমেদ মাসুম, লতিফ জোয়ার্দার, শেখ জাহাঙ্গীর, রেহানা সুলতানা শিল্পী, সহকারী অধ্যাপক আব্দুল হাই, আমিনুল ইসলাম সৌরভ, আব্দুল জব্বার, আনিসুর রহমান, শামীম আহমেদ, ইউনুস আলী, গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, এইচএস সরওয়ার্দী, মানিক মজুমদার, নজরুল ইসলাম মুকুল, গোধূলি সেলিম, শরিফুজ্জামান কুদ্দুস, শাহিনুর হালিম, রোকনুজ্জামান, কাজী আনোয়ার হোসেন, এম জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের জাহিদুল ইসলাম সনু, এস আলমগীর, নুরুল ইসলাম বাবলু, ওয়াহিদুজ্জামান টিপু, আতাউর রহমান বাবলু, আব্দুস সাত্তার, ফেরদৌস করিম, মোঃ শাহিন উদ্দিন, পরিতোষ পাল, আবির হোসেন, সুরুজ ইসলাম, সাংবাদিকদের মধ্যে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, খোন্দকার মাহবুবুল হক দুদু, আনোয়ার হোসেন, এম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম ও সংস্কৃতিজন শামসুজ্জামান প্রিন্স।
কবি মজিদ মাহমুদ-এর ৬০তম জন্মদিন উৎসব পর্বে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সম্মাননীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বরেণ্য কবি শেখ রবিউল হক, ভারত থেকে আগত কবি অরূপ কুমার ভুঁইয়া, শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-সাহিত্যিকবৃন্দের পাশাপাশি কবি পরিবারের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
সার্বিক উৎসব ব্যবস্থাপনায় ছিলেন ওসাকা’র সহকারী নির্বাহী পরিচালক ডাঃ সানোয়ারা প্রপা, সিনিয়র পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও পরিচালক মোঃ আব্দুল ওয়ারেস। সহযোগিতায় ছিলেন ওসাকা’র সিনিয়র কর্মকর্তাবৃন্দ যথাক্রমে মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ আমির হামজা, মোঃ আব্দুল জব্বার, শামসুজ্জামান প্রিন্স, আব্দুল ওয়াজেদ বিশ্বাস, তাজবিউল মাহমুদ অরণ্য, রেহানা সুলতানা শিল্পী, বঙ্গ রাখাল, আহমেদ মাসুম।