Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

গায়ক পল ডি’ আনো মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ২২ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

গায়ক পল ডি’ আনো মারা গেছেন

ফাইল ছবি

ব্রিটিশ ব্যান্ড আয়রন মেইডেন এর ভোকালিস্’আনো মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আয়রন মেইডেন ব্যান্ডের শুরুর দিকের ফ্রন্টম্যান তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

জানা যায়, ২১ অক্টোবর ইংল্যান্ডের সালিসবারি শহরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পল। যদিও মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি।

হেভি মেটাল ব্যান্ডটির প্রথম দুটি অ্যালবাম ‘আয়রন মেইডেন’ ও ‘কিলার’ খ্যাতি এনে দিয়েছিল পল ডি’আনোকে। ১৯৭৮ সালে শুরুর বছর থেকে ১৯৮১ সালের মধ্যে আয়রন মেইডেনের প্রধান গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। 

শিল্পীর মৃত্যুতে পরিবারের সদস্যসহ বন্ধু-বান্ধবরা শোকপ্রকাশ করেছেন। এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হুইলচেয়ারে বসে গান পরিবেশন করতেন তিনি। ভক্তদের বিনোদন দিতে বিশ্বব্যাপী ২০২৩ সাল থেকে ১০০টিরও বেশি শো করেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

এদিকে, ব্যান্ডটির বর্তমান সদস্যরা বলেছেন, ‘পলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত’। সামাজিক মাধ্যমে বেস প্লেয়ার স্টিভ হ্যারিস বলেন, ‘তার চলে যাওয়া খুব কষ্টদায়ক। তাকে আমরা অনেক মিস করব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer