Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩১, সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেনের প্রয়াণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেনের প্রয়াণ

ফাইল ছবি

বিশ্বখ্যাত তবলা শিল্পী জাকির হোসেন আর নেই। রোববার ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগজনিত সমস্যার কারণে তিনি সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার ম্যানেজার জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

তবলাকে বৈশ্বিক সংগীত মঞ্চে নিয়ে যাওয়া এই শিল্পী কিংবদন্তি আল্লাহ রাখা’র জ্যেষ্ঠ পুত্র। বাবার মতোই তিনি সংগীত জগতে নিজস্ব পথ তৈরি করেন এবং আন্তর্জাতিক মহলে সম্মান অর্জন করেন।

ভারত ও বিশ্বব্যাপী খ্যাতিমান এই শিল্পী পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, যার মধ্যে চলতি বছরের ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি তিনটি পুরস্কার অর্জন করেন।

ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় সংগীতশিল্পী হিসেবে জাকির হোসেন ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।

ছয় দশকের দীর্ঘ সংগীত জীবনে তিনি অসংখ্য ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তবে ১৯৭৩ সালে ইংরেজ গিটারবাদক জন ম্যাকলাফলিন, বেহালাবাদক এল শংকর এবং পারকাশনিস্ট টি এইচ ‘ভিক্কু’ বিনায়াকরামের সঙ্গে তার যুগান্তকারী প্রকল্পটি সংগীতকে নতুন এক মাত্রায় পৌঁছে দেয়। ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও জ্যাজের মিশ্রণে গড়ে ওঠা এই ফিউশন ধারা সংগীতপ্রেমীদের অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়।

জাকির হোসেনের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ঢল নেমেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer