Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩১, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

‘অর্থহীন’ এর সাবেক গিটারিস্ট পিকলু মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ২১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

‘অর্থহীন’ এর সাবেক গিটারিস্ট পিকলু মারা গেছেন

ফাইল ছবি

অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ড ‘অ্যাভয়েডরাফা’র রায়েফ আল হাসান রাফা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‌‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফর্মেন্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলেও জানান রাফা।

শোক প্রকাশ করে রাফা লিখেছেন, ‌‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।’

পিকলুর মৃত্যুতে অনেকেই শোক জানাচ্ছেন। ফেসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছেন, ‘আমরা একটি রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে থাকুন।’চলতি বছরের শুরুতেও একবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ছিলেন এই গিটারিস্ট।

পিকলুর পরিবারের সদস্যরা কেউ দেশে না থাকায় আপাতত মালিবাগের মাল্টিকেয়ার হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকার মত ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন পিকলু। সেশন গিটারিস্ট হিসেবেও অনেক ব্যান্ড এবং শিল্পীদের সঙ্গে তাকে দেখা গেছে। নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ওয়ারফেজে ছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি অর্থহীন ব্যান্ডে যোগ দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer