ফাইল ছবি
রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। এরপর থেকে জনপ্রিয় গানের মাধ্যমে বেশ পরিচিত হয়ে উঠেছেন এই গায়িকা। ১৬ বছর ধরে গানের অঙ্গনে তার বিচরণ। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন।
দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছেন না।
সম্প্রতি ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন দ্বৈত গান প্রকাশ পেয়েছে। এ গানের শিরোনাম ‘কথা একটাই’। গানের সাফল্যের পর গত ২৬ ডিসেম্বর পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’