![সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফরিদা পারভীন সুস্থ হয়ে বাসায় ফিরলেন ফরিদা পারভীন](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/fp-2502152045.jpg)
ফাইল ছবি
চলতি মাসের প্রথম দিনেই তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে, এরপর কিছুটা সুস্থ হলে সাধারণ কেবিনে থাকেন বেশ কিছুদিন। অবশেষে দীর্ঘ ১৩ দিন পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই শিল্পী।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, ফরিদা বাসায় ফিরলেও তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। তিনি বলেন, শুরুতে তার শারীরিক অবস্থা যা ছিল, তা কিছুটা শঙ্কার মধ্যে ছিল।
চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাকে আমরা একটা গাইডলাইন দিয়েছি। যা কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আবার কোনো জটিলতা তৈরি হতে পারে।
এরআগে ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে নেওয়া হয় হাসপাতালে।