
ফাইল ছবি
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্জীদা খাতুন মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ভুবনে।
সন্জীদা খাতুনের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ছেলে পার্থ তানভীর নভেদ।
সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তার বাবা কাজী মোতাহার হোসেন বাংলা সাহিত্যের গুণী সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক ছিলেন। মা সাজেদা খাতুন গৃহিণী। ‘মাসুদ রানা’ সিরিজের লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেন তার ভাই।
সন্জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সন্জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। তিনি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, লেখক ও সাংবাদিক ওয়াহিদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।