
ছবি- সংগৃহীত
জঙ্গিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বুধবার সকালে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা একাডেমিতে হামলার হুমকি দিয়ে চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম অনেক উড়ো চিঠি আসে। এগুলোর কোনো ভিত্তি নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মাঠে থাকে। তারা তাদের দলকে নানাভাবে উজ্জীবিত করে। এটাকে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত বলা যাবে না।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এর আগে, জঙ্গিরা দেশের যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের খুঁজে বের করবেই।’