Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৫ ১৪৩১, রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ৪ মার্চ ২০২৩

প্রিন্ট:

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’র অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।শনিবার রাত ৯টায় বিষয়টা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। 

তিনি বলেন, ‘নিহত ৫ জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাখা হয়েছে। ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে রাখা হয়েছে আরেকজনের লাশ।’

বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের ৯ ইউনিট সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ডিসি বলেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer