Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫

বশেমুরবিপ্রবিতে মতবিনিময় সভা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ৬ মার্চ ২০২৩

প্রিন্ট:

বশেমুরবিপ্রবিতে মতবিনিময় সভা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলী ইঞ্জি: এস এম এস্কান্দার আলী।ট্রেজারার অধ্যাপক ড. মো: মোবারক হোসেন সকলকে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer