Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৮ ১৪৩১, বুধবার ১৩ নভেম্বর ২০২৪

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ৬ মার্চ ২০২৩

প্রিন্ট:

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রপরিচালক ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে এক বছর তিন মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে নতুন করে মাথাচাড়া দেয় ক্যানসার। 
মাসুম বাবুল ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহে তার জন্ম। তারকা নৃত্যপরিচালক হিসেবে ঈর্ষণীয় পর্যায়ে নিজেকে নিয়ে যান তিনি।

প্রসঙ্গত, তিনবার (দোলা, কি যাদু করিলা, একটি সিনেমার গল্প) জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। তাছাড়া বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer