Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৫ ১৪৩১, শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ৭ মার্চ ২০২৩

প্রিন্ট:

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় মামলা

ছবি- সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি দগ্ধ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার  নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিরিন ম্যানসনে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এরই পূর্বে একটি জিডি ছিল, যা মামলায় পরিণত হয়েছে। ঘটনার তদন্ত এখনো চলছে।

এর আগে, রোববার বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাব এলাকার ওই বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি  করা হয়েছে। এছাড়া আহত হয়ে ঢাকা মেডেকেলে চিকিৎসা নেন অন্তত ১৫ জন। সেখানে ভর্তি রাখা হয়েছে চারজনকে।

বিস্ফোরণে নিহতরা হলেন: নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১), রাজবাড়ী সদর উপজেলার ধুলদী গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আবদুল মান্নান (৬৩)।

ময়নাতদন্তের পর তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে মরদেহ ময়নাতদন্ত করেন প্রভাষক ডা. ফাহমিদা নার্গিস।

এর আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী।

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, তাদের তিনজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম রয়েছে। তবে তাদের শরীরের কোথাও দগ্ধ হয়নি। ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ তাদের শরীরের ওপর পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer