Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বুধবার ২২ জানুয়ারি ২০২৫

বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৮ মার্চ ২০২৩

প্রিন্ট:

বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা

ছবি- সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার সকাল থেকেই ওই এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রয়েছে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তবে, পাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। 

এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা।

তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ–গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনী আসলে আবার কাজ শুরু হবে।’

এদিকে আজ সকাল থেকে উদ্ধারকাজ শুরু করার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু কর‍তে পারেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer