Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৮ ১৪৩১, রোববার ২৩ মার্চ ২০২৫

আশুলিয়ায় সেপটিক ট্যাংক থেকে তিন জনের লাশ উদ্ধার 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ১৬ মার্চ ২০২৩

প্রিন্ট:

আশুলিয়ায় সেপটিক ট্যাংক থেকে তিন জনের লাশ উদ্ধার 

ছবি- সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক :  শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক থেকে এক পরিচ্ছন্নতাকর্মীসহ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার আল রহমান নীট ফ্যাশন বিডি লি: নামের একটি কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরআগে, বিকেল ৪টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার কেরতে নামে তারা।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন খাগালিয়া এলাকার সহিদ মিয়ার ছেলে মো: মিঠু (১৬), খুলনা জেলার বটিয়াঘাটা থানার বুনারাবাদ এলাকার নুর ইসলাম শিকদারের ছেলে মো: রাকিব শিকদার (২২) এবং অপরজন রংপুরের গংগাচড়া থানা এলাকার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬)। এদের মধ্যে মিঠু পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো এবং বাকী দুইজন আল রহমান নীট ফ্যাশন বিডি লি: কারখানার শ্রমিক। এরা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো।

স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে আল রহমান নীট ফ্যাশন বিডি লি: কারখানার সেপটিক ট্যাংকি পরিস্কার করার জন্য সুইপার মিঠু ট্যাংকিতে নামেন। কিন্তু দীর্ঘ দুই ঘন্টা পার হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে ওই কারখানার দুইজন শ্রমিক ট্যাংকে নামেন। পরে তাকে তারা না পেয়ে দু’জনেই উপরে উঠার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ডিইপিজেড ফায়ারসার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা রাত সোয়া ৮টার দিকে তাদের উদ্ধারে খোঁজ করতে থাকেন। পরে তাদের তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে আল রহমান নীট ফ্যাশন বিডি লি: কারখানা কর্তৃপক্ষের কাউকে না পাওয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ফায়ারসার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারি পরিচালক মো: আলাউদ্দিন জানান, একটি কারখানার সেপটিক ট্যাংকে তিনজন পড়ে নিখোঁজ হয়েছে এমন খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer