ফাইল ছবি
পড়ে থাকা আইনগুলো মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরার উদ্যোগ নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এমন তথ্য জানিয়েছেন সচিব মাহবুব হোসেন।পরে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে আজকে নির্ধারিত এজেন্ডার বাইরে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত তিন মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা গেছে, কয়েকটা মন্ত্রণালয়ের কিছু আইন নীতিগত অনুমোদন করা ছিল, কিন্তু সেগুলো এখনও চূড়ান্ত অনুমোদনের জন্য আসেনি। সেগুলো যাতে দ্রুত নিয়ে আসা হয় সেজন্য বিষয়টি দেখার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বসা হবে। তাদের কীভাবে সাপোর্ট দেয়া যায়, তারা যদি কোনো অসুবিধায় থাকে, সেসব আলোচনা করা হবে। এটার জন্য একটা নির্দেশনা দেয়া হয়েছে আর এটা নিয়ে কাজ করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সংসদের পঞ্চম বছর চলছে, যে সিদ্ধান্ত এ মন্ত্রিসভা থেকে নেয়া হয়েছে সেগুলো এ সরকার থাকা অবস্থায় সংসদে উপস্থাপন করতে হবে। সেগুলো সংসদ পাস হলে পাস হবে, আর না করলে হবে না। সংসদের সিদ্ধান্ত আমাদের দরকার। এজন্য দ্রুত সময়ের মধ্যে এটা উপস্থাপন করে সংসদের সিদ্ধান্ত আমরা নিতে পারি। এজন্য বেলা হয়েছে।