
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের দুর্গম গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১৫)। একই সঙ্গে ডাকাত দলেরও আস্তানার সন্ধান মিলেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কারখানাটিতে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। এসময় সেখানে একটি ডাকাত দলের আস্তানাতেও অভিযান শুরু করে র্যাবের আভিযানিক দল।
র্যাব-১৫ এর অপস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, কি পরিমাণ অস্ত্র পাওয়া গেছে সে বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারেননি র্যাবের এই কর্মকর্তা।
তিনি বলেন, টেকনাফ উপজেলার রঙ্গীখালীর দুর্গম গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানার সন্ধান মিলেছে। এই মুহূর্তে র্যাবের টিম গহীন পাহাড়ে অভিযান শুরু করেছে। তবে কখন অভিযান শেষ হবে তা জানা যাচ্ছে না। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এক প্রশ্নের জবাবে অপস্ অফিসার জামিল বলেন, কারখানাটিতে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র পাওয়া গেছে। এই সংখ্যা ৮-১০ এর মতো হতে পারে। তবে, নিশ্চিত তথ্য আমার কাছে নেই। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে, কারখানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যেহেতু অভিযান চলমান রয়েছে, সেহেতু এই মুহুর্তে ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। যাচাইবাছাই করে নামসহ সবকিছু নিশ্চিতভাবে বলা যাবে। পাশেই একটি ডাকাতের আস্তানা রয়েছে। সেখানে অভিযান চলছে। অপর এক প্রশ্নের উত্তরে র্যাব কর্মকর্তা বলেন, এটা সহজেই ধারণা করা যায় এই কারখানায় তৈরি হওয়া অস্ত্রের বড় ক্রেতা ছিল রোহিঙ্গা ডাকাতরা। এরপরও আমরা চক্রটির সবাইকে গ্রেপ্তার করতে পারলে আরো স্পষ্ট হবে বিষয়টি। এখনই আনুমানিক কিছু বলা উচিত হবে না।