Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

সারদা হলে সংস্কৃতি কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

সারদা হলে সংস্কৃতি কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

ছবি: বহুমাত্রিক.কম

বৃহস্পতিবার বিকেল  সাড়ে ৪ টায় সিলেট নগরীর ক্বিন ব্রিজস্থ সারদা হলে  অতর্কিত হামলা চালায় কতিপয় সন্ত্রাসী।  নাটকের মহড়া চলাকালীন  সময়ে অকস্মাৎ কিছু যুবক সারদা হলে ঢুকে পড়লে তাদের  বাধা দেয়ায় তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংস্কৃতিকর্মীদের উপর  হামলা চালায়,ইট পাটকেল ছুঁড়ে।  এতে আহত হন একাধিক সংস্কৃতি কর্মী।

এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক তানজিনা বেগম শুক্রবার  এক যুক্ত বিবৃতিতে বলেন, সারাদেশব্যাপী ফ্যাসিবাদী নৈরাজ্যের মধ্যে সাম্প্রাদায়িক শক্তির সীমাহীন বিকাশ হয়েছে। ক্ষমতার চারপাশে থাকা বুর্জোয়া দলগুলো বরাবরই সাম্প্রদায়িক উন্মাদনাকে নিজেদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে, দেশের সংস্কৃতি অঙ্গনকে নানামুখী আক্রমণের মুখে ঠেলে দেয় ৷

গত একযুগের বেশি সময় ধরে বাউল, অভিনেতা, লেখক সাহিত্যিকসহ সমস্ত সৃজনশীল মানুষদের উপর বারবার আক্রমণ চালানো হয়েছে৷ এই আক্রমণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়৷ এটা স্পষ্টতই রাষ্ট্রজুড়ে ফ্যাসিবাদী মনন কাঠামোর  বহিঃপ্রকাশ। গোটা রাষ্ট্রে  মানুষের মুক্তচিন্তাকে রুদ্ধ করার পরিবেশ দিনশেষে শিল্প সংস্কৃতির উপর আক্রমণের রাস্তা প্রশস্ত করে । ফলে  একদিকে  সিলেটের  সর্বোচ্চ বিদ্যাপীঠের  ভিসি যখন নিজেকে তালেবান বলে গৌরবান্বিত হচ্ছেন, অন্যদিকে প্রতিক্রিয়াশীল ফ্যাসিস্ট শক্তি সংস্কৃতি কর্মীদের উপর হামলা চালানোর রসদ পাচ্ছে। আবার এই হামলাকে পূঁজি করে ভোটের রাজনীতিতে সংস্কৃতি কর্মীদের ব্যবহারের অপচেষ্টাও থাকবে৷  কিন্তু এর মধ্য দিয়ে শিল্প সংস্কৃতির উপর প্রতিক্রিয়াশীলদের আক্রমণ থেমে যাবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত ঘটনায় সাথে জড়িত সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান, একই সাথে সিলেটের সমস্ত সাংস্কৃতিক কর্মীদের এই প্রতিক্রিয়াশীল ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer