Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২১ ১৪৩১, শনিবার ০৫ এপ্রিল ২০২৫

তেজগাঁওয়ে গোলাগুলির ঘটনায় একজন আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

তেজগাঁওয়ে গোলাগুলির ঘটনায় একজন আটক

ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে গোলাগুলিতে অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল (৫৩) মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যারা গুলি করেছে তাদের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। মঙ্গলবার তার নাম পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।’

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝামাঝি সড়ক দিয়ে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। তার মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি।

সদ্য কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী তারেক সাঈদ মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ভুবনকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান ভুবন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer