Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩১, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে: সিইসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে: সিইসি

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজন করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

সিইসি বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। তাই আমাদের দায়িত্ব বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।’কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটা যেনো তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’
 
পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ভোটে জনগণের আস্থা অর্জন করতে ঠিক রাখতে হবে মাঠের পরিবেশ।
 
নির্বাচনী প্রশিক্ষণে এবার ১৪টি জেলা থেকে ৪টি ব্যাচে ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৫০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer