Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩ ১৪৩১, বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪

ক্যান্টনমেন্টের রাস্তায় গ্যাস লিকেজ : ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ১০ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

ক্যান্টনমেন্টের রাস্তায় গ্যাস লিকেজ : ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর ক্যান্টনমেন্টের নামাপাড়ায় রাস্তা খুঁড়ে কাজ করার সময় গ্যাস লিকেজ থেকে আগুনে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার আনিসুর রহমান জানান, তারা ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। সেসময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন এই ৫ জনের মধ্যে একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই একটি বিস্ফোরণ হয়। এতে তাদের সবার শরীরই কম-বেশি ঝলসে যায়। এরপর উদ্ধার করে তাৎক্ষণিক তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।ঘটনার ভয়াবহতা আঁচ না করেই সেখানে গ্যাস লাইটার জ্বালানোতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৫ জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer