Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

অভিযুক্ত গ্রেপ্তার: গাজীপুরে দুই ভাই খুনের নেপথ্যে ‘চাঁদা আদায়’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ২৪ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

অভিযুক্ত গ্রেপ্তার: গাজীপুরে দুই ভাই খুনের নেপথ্যে ‘চাঁদা আদায়’

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রকাশ্যে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় আবদুল আউয়াল (৫১) নামের এক চা-দোকানিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে নগরের শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল আউয়াল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের হাতেম আলীর সন্তান। তিনি নগরের বাঙ্গালগাছ এলাকায় চা বিক্রি করতেন। তাঁকেই হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত বলছে র‌্যাব-১। দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মেজর ইয়াসির আরাফাত বলেন, ২০ অক্টোবর নগরের বাঙ্গালগাছ এলাকায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ভাইদের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। হত্যাকা-ের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘটনায় জড়িত এক চা-দোকানি নগরের শিমুলতলী এলাকায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্তের সময় র‌্যাব জানতে পারে, নিহত দুই ভাই ওই এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলতেন। তাঁরা ছিনতাইয়ের কাজেও জড়িত ছিলেন। গ্রেপ্তার আউয়ালের কাছ থেকে কয়েক দিন ওই দুই ভাই পাঁচ হাজার টাকা চাঁদা নেন। এরপর গত মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়ে আবার চাঁদা চাইতে গেলে ক্ষিপ্ত হন আউয়ালসহ আশপাশের কয়েকজন। পরে আউয়াল ও স্থানীয় তিন থেকে চারজন মিলিত হয়ে দুই ভাইয়ের ওপর হামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর ইয়াসির আরাফাত আরও বলেন, ২০ অক্টোবর সন্ধ্যায় নিহত শফিকুল, শুকুর আলীসহ চারজন একটি অটোরিকশায় করে বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় এসে প্রথমে স্থানীয় বিল্লালের দোকানে ভাঙচুর করেন। পরে স্থানীয় দোকানদার জুলহাস ও মমিনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে গ্রেপ্তার আউয়ালসহ তিন থেকে চারজন দেশি অস্ত্র, চেইন ও ঘাসকাটা কাঁচি দিয়ে তাঁদের কুপিয়ে হত্যা করেন। তিনি বলেন, ঘটনায় জড়িত বাকিদের তথ্য জানতে পেরেছে র‌্যাব। তদন্তের স্বার্থে তাঁদের নাম এখনই প্রকাশ করছেন না। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হবে।

গত শুক্রবার সন্ধ্যায় মহানগরের বাঙ্গালগাছ এলাকায় শফিকুল ইসলাম (৩২) ও তাঁর ভাই মোঃ শুকুর আলীকে (২৮) পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এক অটোরিকশাচালকের মাধ্যমে খবর পেয়ে বাঙ্গালগাছ এলাকায় ছুটে যান পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুজনের রক্তাক্ত লাশ পড়ে রয়েছে তিন রাস্তার মোড়ে। পরক্ষণেই ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer