Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ২০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

ছবি- সংগৃহীত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয়া হয়েছে।সোমবার  বিকাল সাড়ে ৪টার দিকে মধুমিতা হলের সামনে বিআরটিসির দোতলা বাসটিতে আগুন দেয়া হয়।

ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায়  কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

এর আগে  দুপুরে মিরপুর-১০ এর গোলচত্বরে বিআরটিসির আরেকটি দোতলা বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানিয়েছিলেন, রোববার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি স্থানে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটেছে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer