Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

বিপুল পরিমাণ ককটেলের সন্ধান :ডেমরায় একটি বাড়িতে র‍্যাবের তল্লাশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ২০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

বিপুল পরিমাণ ককটেলের সন্ধান :ডেমরায় একটি বাড়িতে র‍্যাবের তল্লাশি

ফাইল ছবি

রাজধানীর ডেমরা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৩ এর সদস্যরা। র‍্যাবের দাবি, তারা নাশকতার উদ্দেশ্যে ককটেল তৈরি করছিলেন।

র‍্যাব জানিয়েছে, ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল এবং তৈরির সারঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেখানে আরো ককেটল ও ককটেল তৈরির সারঞ্জাম আছে বলে ধারণা করছে র‍্যাব।

ঘটনাস্থলে তল্লাশি করছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম।সোমবার সন্ধ্যায় র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য দেন।

শিহাব করিম বলেন, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে র‍্যাব-৩ এর একটি দল ডেমরা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিপুল পরিমান ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।আটক দুই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি র‍্যাব। তবে তারা জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer