ছবি- সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ওই এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি।রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
এদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সকাল থেকেই মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা। এরমধ্যে ককটেল বিস্ফোরণ হওয়ায় পুলিশ ধারণা করছে, আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি-জামায়াতের লোকজন এই ঘটনা ঘটাতে পারে।