ছবি- সংগৃহীত
রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট রওনা করেছে।
বুধবার রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে। তবে যানজটের কারণে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।রাত ৮টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় তিনি বলেন, মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে যানজটের কারণে এখনো ইউনিট দুটি পৌঁছাতে পারেনি।