Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩১, মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫

নতুন সরকারের সঙ্গে নতুনভাবে কাজ শুরু হয়েছে : চীনা রাষ্ট্রদূত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২১ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

নতুন সরকারের সঙ্গে নতুনভাবে কাজ শুরু হয়েছে : চীনা রাষ্ট্রদূত

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নতুন সরকারের সঙ্গে আমাদের নতুনভাবে কাজ শুরু হয়েছে। এজন্য আজ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ-চায়না দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নয়া অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। 

রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ মময় তারা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা  জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, আবুল হাসান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে সামনের দিনে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু আবারও।  বাংলাদেশের অবকাঠামো নিয়ে এক প্রশ্নের জবারে তিনি বলেন, উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীন প্রতিশ্রুত অর্থায়ন ছাড়  আগের চেয়ে সহজ হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer