Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বাড্ডায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

বাড্ডায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ এলাকা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে বাড্ডা থানা পুলিশ বেরাইদের জেনে পাড়ার মুবাক্কারের বাসার নিচতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।মৃতরা হলেন- গিয়াস উদ্দিন ও ছেলে রাকিব।

পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবার সঙ্গে ছেলে রাকিব বেরাইদ এলাকায় ভাড়া থাকতেন। রাকিব বিদ্যুতের কাজ করতেন। দুই বছর আগে মা মারা যাওয়ার পর থেকে ছেলে রাকিবের সঙ্গে গিয়াস উদ্দিনের নানা বিষয় নিয়ে মনমালিন্য ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে প্রথমে বাবা ও পরে ছেলে আত্মহত্যা করে। তাদের কোনো আত্বীয়স্বজনের খোঁজ না মেলায় বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer