ফাইল ছবি
রাজধানীর ওয়ারীতে পেশওয়ারাইন নামের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। শুক্রবার দিনগত রাতে ওয়ারীর একটি ভবনের দোতলার রেস্টুরেন্টটিতে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারুল কবির জানান, রাত সোয়া ১০টায় আগুনের সংবাদ পেয়ে রেস্টুরেন্টটিতে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।
তিনি জানান, রেস্টুরেন্টটির কিচেনে আগুন লেগেছিল। এ পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এদিকে, বৃহস্পতিবার রাতে রাজধানীর অভিজাত এলাকা বেইলি রোডের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।