Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৭ ১৪৩১, শনিবার ২২ জুন ২০২৪

বুদ্ধপূর্ণিমার ছুটি নিয়ে বিভ্রান্তির অবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ২১ মে ২০২৪

প্রিন্ট:

বুদ্ধপূর্ণিমার ছুটি নিয়ে বিভ্রান্তির অবসান

ফাইল ছবি

বুদ্ধপূর্ণিমার উপলক্ষে ছুটি নিয়ে ছড়ানো বিভ্রান্তির অবসান হয়েছে। বুধবারই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিস ছুটি থাকছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদ্‌যাপিত হয়। এদিন রাষ্ট্রীয় ছুটি থাকে। তবে ২০২৪ সালের বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

সরকারিভাবে ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়। তবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভিন্ন তারিখে নোটিশ জারি করতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটিসহ অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ২২ মে বুধবার ছুটি উল্লেখ করে সব ধরনের ক্লাস পরীক্ষ বন্ধ রাখার ঘোষণা দেয়।

কিন্তু বেসরকারি বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩ মে (বৃহস্পতিবার) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি উল্লেখ করে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করে। এছাড়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজও ২৩ মে ছুটি উল্লেখ করেছে।
 
অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন শিক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী ২২ মে সরকারি ছুটি। সেই সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ২২ মে দেশের সব শিক্ষপ্রতিষ্ঠান বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকবে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন নানা কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে বুদ্ধপূজা।

এ ছাড়া সন্ধ্যা ৬টায় শীল গ্রহণসহ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer