ছবি- সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বা রবিবারের মধ্যে মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ভারতে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিবিপ্রধান জানান, ভারতীয় পুলিশ বর্তমানে এ হত্যার ঘটনা তদন্ত করছে। আজ-কালের মধ্যে তিনিসহ ডিবির তিন জন অফিসার তদন্তের কাজে ভারত যাবেন। সরকারিভাবে আদেশ (জিও) হয়েছে, পুলিশের মহাপরিদর্শক নির্দেশ দিলে ভারত যাবেন তারা।
হত্যাকাণ্ডের মোটিভ কী হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মোটিভ অনেকগুলো হতে পারে। পূর্বশত্রুতার জেরে হতে পারে, আর্থিক লেনদেনের কারণে হতে পারে, রাজনীতিক বিষয়ও থাকতে পারে। এ সব বিষয় জানতে তদন্ত চলছে।
গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তার হত্যার খবর জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ। মরদেহ খুঁজে পেতে চলছে জোর তল্লাশি।