Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৭ ১৪৩১, শনিবার ২২ জুন ২০২৪

বিভিন্ন স্থানে বৃক্ষ নিধন করেছেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১৫ জুন ২০২৪

প্রিন্ট:

বিভিন্ন স্থানে বৃক্ষ নিধন করেছেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করলে ক্ষমতায় থাকা যায় না, ছিয়ানব্বইয়ে খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ। ক্ষমতায় থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃক্ষ নিধন করেছেন জিয়াউর রহমান।

শনিবার গণভবনে কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যে দলের প্রতিষ্ঠাতা হ্যাঁ-না ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিলো, তাদের মুখে ভোটাধিকারের কথা শুনে হাসি পায়। একইভাবে ক্ষমতায় থেকে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া-খালেদা। শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষরোপণ নিধন করেছে বিএনপি-জামায়াত। 

সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer