Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩১, মঙ্গলবার ০২ জুলাই ২০২৪

৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২৮ জুন ২০২৪

প্রিন্ট:

৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ পেরু। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়। এদিকে ভূমিকম্পের জেরে পেরুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।

এ বিষয়ে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, দেশটির আটিকুইপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার (৫.৫ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনে। ভূমিকম্পের শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র অবশ্য আগে জানিয়েছিল, কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে পরে তারা সেই বুলেটিন পরিবর্তন করে জানায়, ‘উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে। সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপরে আরো ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঠতে পারে।’

দক্ষিণ আমেরিকার ৩ কোটি ৩০ লাখ মানুষের এ  দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। যা আমেরিকার পশ্চিম উপকূল বরাবর তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer