Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩১, সোমবার ০৮ জুলাই ২০২৪

প্রথম ঢাকায় এসেছিলাম নৌকায়, লেগেছিল ৪ দিন: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ৫ জুলাই ২০২৪

প্রিন্ট:

প্রথম ঢাকায় এসেছিলাম নৌকায়, লেগেছিল ৪ দিন: প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

স্বাধীনতার আগে প্রথমবার নৌকায় করে ঢাকায় আসতে ৪ দিন সময় লেগেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘দাদার সঙ্গে ১৯৫২ সালে প্রথম ঢাকায় এসেছিলাম নৌকায়৷ ঢাকায় পৌঁছাতে চার দিন সময় লেগেছিল ৷’এখন পদ্মা সেতু প্রকল্প দেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, এই সেতু গর্বের সেতু, এটা টাকার অংকে বিবেচনার জিনিস নয়৷

বাংলাদেশকে এখন বিশ্ববাসী সমীহ করে চলে জানিয়ে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিকভাবে এখন আমরা বুক ফুলিয়ে গর্বের সঙ্গে চলছি৷ আগামী দিনে যত বাধাই আসুক, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে। দেশবাসী পাশে ছিল বলেই জ্ঞানীগুণীদের বাধা সত্ত্বেও সব অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি৷ সবাই না করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই জটিল স্থাপনা আমরা নির্মাণ করতে পেরেছি৷’

‘সাধারণত কোনো প্রকল্প শেষ হলে কোনো অনুষ্ঠান হয় না৷ কিন্তু পদ্মা সেতুর বিষয়টি একেবারেই আলাদা৷ যারা এই কাজের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ছিলেন, তাদের কৃতজ্ঞতা জানাতেই এই অনুষ্ঠান’, যোগ করেন শেখ হাসিনা৷ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer