Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

আলোচনার বিষয়ে সিদ্ধান্ত পরে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৮ জুলাই ২০২৪

প্রিন্ট:

আলোচনার বিষয়ে সিদ্ধান্ত পরে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি- সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হকের আলোচনার প্রস্তাবের পর সেই বিষয়ে মতামত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাবের পর গণমাধ্যমকে মতামত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাবের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে মন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer