Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

নরসিংদী কারাগারের ৬৬ কারারক্ষী বরখাস্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৩১ জুলাই ২০২৪

আপডেট: ১৭:২৭, ৩১ জুলাই ২০২৪

প্রিন্ট:

নরসিংদী কারাগারের ৬৬ কারারক্ষী বরখাস্ত

ছবি- সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলায় জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

বুধবার দুপুরে ৭৭ জনকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল। গত সোমবার এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ কারাবন্দির সবাইকেই ছিনিয়ে নেন দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরণের অসবাপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

এদিকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯২ জন আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪৯টি। বেশ কিছু গুলি উদ্ধার করা গেলেও তার সঠিক পরিমাণ জানা যায়নি। আর গ্রেপ্তার করা হয়েছে পলাতক চার জঙ্গিকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer