Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

গ্রেপ্তার হলেন ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

গ্রেপ্তার হলেন ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বাসস’কে তার গ্রেফতার নিশ্চিত করেছেন। তিনি বাসস’কে জানান, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর ডিএমপির খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer