Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

শৈলকুপার সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

শৈলকুপার সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ। তিনি জানান, ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলার সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। ওই মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। তিনি শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer