Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

৮ দফা দাবিতে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের অবরোধ

প্রকাশিত: ০০:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০১:১২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

৮ দফা দাবিতে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের অবরোধ

ছবি- সংগৃহীত

সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ বাংলাদেশ হিন্দু পরিষদের ৮ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়।

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে এই কর্মসূচি পালিত হয়েছে।

এই অবরোধ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়। হিন্দু পরিষদের দাবিগুলো হলো- চলমান ও সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক 'সহকারী শিক্ষক (হিন্দু)' নিয়োগ ও এইচএসসি পাসসহ উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer