Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

কালীগঞ্জে কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

কালীগঞ্জে কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় নিহত ৫

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আখরাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর শিশুছেলে আমান উল্লাহ (৫) গাজীপুর সিটি করপোরেশন নোয়াগাঁও (অষ্টগণ কলোনি) এলাকার সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের মূলগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাণ আরএফএল-এর কাভার্ডভ্যানে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধ নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু আমান উল্লাহকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer