Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০২:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। রোববার রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্ৰেপ্তার করে‌ মহানগর গোয়েন্দা পুলিশ।

অপরদিকে, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য। 

পুলিশ কর্মকর্তা রেজাউল করিম মল্লিক জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনানুযায়ী দুজনকেই রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer