ছবি- সংগৃহীত
বন্যার শুরু থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো চিকিৎসক ও নার্সসহ ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর ছাগলনাইয়ার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাসেবা প্রদান করেছে।
এ সময় স্যালাইন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী, খাতা-কলম ও রঙ-পেন্সিল বিতরণ করা হয়।