Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩১, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে: উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হবে: উপদেষ্টা

ফাইল ছবি

বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।’

সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে-এখনো তো যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে। রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer