-ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম ও মোঃ এনায়েত করিম রাঙ্গা। ছবি- সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলার ‘সিংড়া উপজেলা কল্যাণ সমিতি’ ঢাকা এর কার্যকরি পরিষদ ২০২৪-২৬ এর কমিটি গঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলামকে সভাপতি এবং মোঃ এনায়েত করিম রাঙ্গাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ‘সিংড়া উপজেলা কল্যাণ সমিতি’র ঢাকার অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে অর্থ সম্পাদক সরদার মোঃ আয়েজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আকিল ইবনে আবসারসহ মোট ৩৩ সদস্য নির্বাচিত হয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।